পঞ্চগড়ে এফএনবি’র উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
পঞ্চগড়ে এনজিও ফেডারেশন-এফএনবি’র উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার ঘটবর টুনিরহাট দাখিল মাদ্রাসা মাঠে শীতবস্ত্র বিতরণ উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হক।
এফএনবি’র পঞ্চগড় শাখার সভাপতি ও দেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জহুরুল ইসলামের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন এফএনবি’র পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক ও ব্র্যাকের জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম, কামাত কাজলদিঘী ইউপি চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ প্রধান, ব্যুরো বাংলাদেশ পঞ্চগড় এর জোনাল ম্যানেজার আওলাদ হোসেন, ঘটবর টুনিরহাট দাখিল মাদ্রাসার সুপার হাবীবুর রহমান প্রমূখ।
এসময় পঞ্চগড় জেলায় কর্মরত বিভিন্ন এনজিওর প্রধানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। জানা গেছে, পঞ্চগড় জেলায় এফএনবি’র উদ্যোগে তিন শতাধিক অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হচ্ছে।

পঞ্চগড় প্রতিনিধি