পোরশায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত
নওগাঁর পোরশায় সড়ক দুর্ঘটনায় মাহবুবুর রহমান(৫২) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত মাহবুবুর রহমান জেলার সাপাহার উপজেলার কহেন্দা গ্রামের মৃত নুরউদ্দীনের ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় মাহবুবুর রহমান তার নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে বালিয়াচান্দা মোড়ে আসছিলেন।
এসময় তিনি ফকিরের মোড় এলাকায় আসলে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে তার ধাক্কা লাগে। এতে তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেলে ভর্তি করান। চিকিৎসারত অবস্থায় দুপুরে তিনি মারা যান। এ ব্যাপারে পোরশা থানার অফিসার ইনচার্জ সফিউল আজম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পোরশা (নওগাঁ) প্রতিনিধি