শাজাহানপুরে আড়িয়া ইউনিয়নে নব নির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের প্রথম সভা সংবর্ধনা
বগুড়ার শাজাহানপুর উপজেলার ৪ নং আড়িয়া ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের নিয়ে প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় নবনির্বাচিত চেয়ারম্যান আতিকুর রহমান সহ ১২ জন ইউপি সদস্যকে ইউনিয়ন পরিষদের পক্ষে থেকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়।
বৃহস্পতিবার (২০জানুয়ারি) বিকালে আড়িয়া ইউনিয়ন পরিষদে এ সংবর্ধনা ও সভা অনুষ্ঠিত হয়।
আড়িয়া ইউনিয়ন পরিষদে দ্বিতীয় বারের মত নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে ও ইউপি সচিব আব্বাছ আলী পরিচালনায় উপস্থিত ছিলেন আড়িয়া ইউপি নব নির্বাচিত সদস্য সাইফুল ইসলাম,আব্দুল বাসেদ রঞ্জু,আলমগীর হোসেন,আব্দুল বাছেদ,তাজুল ইসলাম,হাফেজ সাইদুর রহমান,জাহিদুর রহমান,ওবাইদুর রহমান,বেলাল হোসেন,মহিলা সদস্য এলিজা বেগম,মাকসুদা বেগম,ঝরনা বেগম,আড়িয়া ৪ নং ওর্য়াড আওয়ামী লীগের সভাপতি সুমন সরকার,আড়িয়া বাজারে তালেবুল ইসলাম তালেব,বামুনিয়া খাজা মোদ্দিন,আফরিন, সুলতানা, নুর আলম সহ গ্রামপুলিশগণ উপস্থিত ছিলেন।
সভা শেষে করোনা আক্রান্ত উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু ও অসুস্থ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ এর সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত করেন ইউপি সদস্য হাফেজ সাইদুর রহমান ।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি ঃ