শিবগঞ্জে স্বল্প মূল্যে খোলাবাজারে চাল ও আটা বিক্রয় উদ্বোধন
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় খাদ্য অধিদপ্তরের বাস্তবায়নে শিবগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে পরিচালনায় পৌর এলাকার ৩টি স্থানে খোলা বাজারে চাল বিক্রয়ের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার শিবগঞ্জ পৌর এলাকার নাগর বন্দরে ডিলার শামছুল ইসলাম মোল্লার বিক্রয় কেন্দ্রে এ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল বাসার। একই সঙ্গে শিবগঞ্জ পৌরসভা মার্কেট চত্বরে ডিলার আলহাজ¦ আমিনুল হক দুদুও শব্দলদিঘী বাজারে ডিলার হাফিজার রহমান পৌর এলাকার সরকারি বিধি মোতাবেক প্রতি ডিলার জন প্রতি ১৮ টাকা কেজি দরে ৫কেজি আটা এবং ৩০ টাকা কেজি দরে ৫ কেজি করে চাল বিক্রয়করা হয়েছে। স্বাস্থ্য বিধি মেনে জন সমাগম এর ভীড় এড়াতে প্রতিদিন ডিলাররা অগ্রীম টোকেনের মাধ্যমে ২শত জন করে মোট ৬শত জনের মধ্যে এ খোলা বাজারের সামগ্রী বিক্রয় করা হয়।
চাল বিতরণের সময় বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এর কার্যালয়ের খাদ্য পরিদর্শক ফজলে রাব্বী মিয়া। এসময় স্ব-স্ব ডিলার উপস্থিত থেকে এ খোলা বাজারের চাল ও আটা বিক্রয় করেন। এ সময় উপস্থিত ছিলেন শাহিনুর ইসলাম মাষ্টার, তাহেরুল ইসলাম, আরিফুল ইসলাম আরিফ প্রমুখ।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ