১৫টি পরিবারকে ৭দিনের বাজার করে দিল হেল্প ব্লাড ডোনেশন গ্রুপ বগুড়া
১৫টি পরিবারকে ৭দিনের বাজার দিয়েছে হেল্প ব্লাড ডোনেশন গ্রুপ বগুড়া । উক্ত বাজারে উপকরণ ছিলো চাল, ডাল, তেল, আলু, পিঁয়াজ, ফুলকপি, শাবান সহ্য অন্যান্য প্রয়োজনীয় বাজার।
সংগঠনের সম্মানিত উপদেষ্টা জনাব পরিমল প্রসাদ রাজ এর উপস্থিতিতে উক্ত ত্রাণ সামগ্রী দূস্থদের মাঝে বিতরণ করা হয়।
সংগঠনের পক্ষে এসময় উপস্থিত ছিলেন সভাপতি শিহাবুর রহমান শিহাব, সাধারণ সম্পাদক সানমুন রহমান, সাংগঠনিক সম্পাদক নিবির দাস দীপ্ত, অর্থ-সম্পাদক ইয়াসির আরাফাত, নারী বিষয়ক সম্পাদিকা শাফিয়া বন্যা, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক রাহিম প্রামাণিকসহ কার্যনির্বাহী সদস্য সম্রাট।

প্রেস বিজ্ঞপ্তি