রাজধানীতে দুই বাসের চাপায় প্রাণ গেল কিশোরের
রাজধানীর মগবাজারে যাত্রাবাহী দুই বাসের চাপায় রাকিব (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকালে মগবাজার মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পরপরই বাস দুটি রেখে পালিয়ে গেছেন চালক ও হেলপাররা।
জানা গেছে, বিকেল ৫টা ৪০ মিনিটে দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।

অনলাইন ডেস্ক