পঞ্চগড়ে নবাগত ইউএনও’র সাথে গণমাধ্যম কর্মীদের মতবিনিময়
পঞ্চগড় সদর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হক পঞ্চগড়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে শনিবার দুপুরে সদর উপজেলা পরিষদ হলরুমে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলমের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য দেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম, সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, হোসেন রায়হান, সরকার হায়দার প্রমূখ। মতবিনিময় সভায় পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদকসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হক উপজেলার উন্নয়নে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করে বলেন, আমরা করোনাকালে কঠিন সময় পার করছি। করোনা প্রতিরোধে সরকার ১১ দফার পাশাপাশি নতুন করে ৫ দফা বিধি নিষেধ আরোপ করেছে। তিনি আরোপিত বিধি নিষেধ জনগণের মাঝে ব্যাপক প্রচারের জন্য গণমাধ্যমে কর্মীদের প্রতি অনুরোধ জানান।

পঞ্চগড় প্রতিনিধি