সৈয়দপুর উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
বাাংলাদেশ কৃষক লীগ নীলফামারীর সৈয়দপুর উপজেলা শাখার ত্রি -বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। “সুখী কৃষক সুখী দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” শ্লোগানকে সামনে রেখে সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে গত শুক্রবার (২১ জানুয়ারী) ওই সম্মেলন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, আওয়ামী লীগ নেতা অধ্যাপক সাখাওয়াৎ হোসেন খোকন, পৌর মেয়র রাফিকা আকতার জাহান বেবী ও ইঞ্জিনিয়ার একেএম রাশেদুজ্জামান রাশেদ। সম্মেলন অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বাংলাদেশ কৃষক লীগ নীলফামারী জেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. ইয়াহিয়া আবিদ।
এতে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু।
বিশেষ বক্তা ছিলেন বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য কৃষিবিদ লুৎফুল বারী আল ওসমানী ও খন্দকার মো. জাহাঙ্গালীর আলম এবং কৃষক লীগ নীলফামারী জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব এ্যাডভোকেট মো. আজহারুল ইসলাম।
বাংলাদেশ কৃষক লীগ সৈয়দপুর উপজেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সৈয়দপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মো. নজরুল ইসলাম রয়েল ও সৈয়দপুর পৌর ছাত্রলীগের সভাপতি মো. মোশাররফ হোসেন প্রমূখ।
এতে অন্যান্য মধ্যে আওয়ামী লীগ এর সহযোগী অঙ্গসংগঠনের সৈয়দপুর উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ কৃষক লীগ সৈয়দপুর উপজেলা শাখার যুগ্ম-আহ্বায়ক মো. আব্দুস সবুর আলম ও সংগঠনের সৈয়দপুর পৌর শাখার সাধারণ সম্পাদক আবু হেনা মো. মহসিন পুলক।
সম্মেলন অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে মো. আব্দুস্ সবুর আলমকে সভাপতি এবং নুরুল আমিন প্রামানিককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। তারা আগামী ১৫ দিনের মধ্যে বাংলাদেশ কৃষক লীগ সৈয়দপুর উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষনা করবেন বলে জানা গেছে।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: