শাজাহানপুরে নয়মাইলে উপজেলা চেয়ারম্যান ছান্নুর সুস্থতা কামনায় দোয়া
বগুড়ার শাজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য প্রভাষক সোহরাব হোসেন ছান্নু করোনা আক্রান্ত হওয়ায় তার দ্রুত সুস্থতা কামনা করে আড়িয়া ইউনিয়ন যুবলীগ ও উপজেলা ছাত্রলীগের উদ্যোগে দোয়া মাহফিল করা হয়েছে।
শনিবার বাদ মাগরিব উপজেলার নয়মাইল হাট কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া'র আয়োজন করা হয়।
দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেন আড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মতিউর রহমান বকুল,সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মাসুদ রানা,সিনিয়র সহ সভাপতি ফারুক মেম্বার,উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি নাজমুস সাকিব,উপজেলা যুবলীগের সদস্য ওবায়দুর রহমান,যুবলীগের নেতা জাহাঙ্গীর, জাহিদুর রহমান,ইমদাদুল,শাহজালাল, সুমন,হালিম,ছাত্রলীগ নেতা পায়েল, জিসান,রিফাত, আলমগীর সানি,সাব্বির,হৃদয়, মজনু, পারভেজ সহ ও ধর্মপ্রাণ মুসল্লীরা।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি