আদমদীঘিতে রাধাকৃষ্ণ মূর্তি উদ্ধার
বগুড়ার আদমদীঘি উপজেলায় নশরৎপুর ইউনিয়নের দেলুনঞ্জ ঠাকুর পাড়া পুকুরে মাটি খনন এর সময় প্রাচিন কালের একটি রাধা কৃষ্ণ মূর্তি পাওয়া যায়।
আদমদীঘি উপজেলার দেলুনঞ্জ ঠাকুর পাড়া গ্রামের আমজাদ হোসেন ৬৫ তিনি তার আয়ের পুকুর নামে পুকুর টি গভির করার জন্য কাজ দেন আক্কেলপুর উপজেলাবাসি রতন ঠিকাদার কে।তিনি ভেকু মেশিন দিয়ে কয়েক দিন যাবৎ কাজ করে আসছিলেন। স্থানিও সুএে জানা যায় গত শনিবার ২২ শে জানুয়ারি ফিহাদ ও আরিফ পুকুর পারে ছোট ছোট ইট সংগ্রহ করে খেলা করছিলেন এমন সময় তাদের নজরে পরে রাধাকৃষ্ণ মূর্তিটি । তারা বুঝতে না পেরে বাড়িতে নিয়ে যায় এবং পরিষ্কার করে মোবাইলে ছবি ধারণ করেন এবং আদমদীঘি থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায় । এস আই সোলাইমান জানান মূর্তিটি খুব দামি না এটি একটি সাধারন পাথরের গড়া এবং ভাঙ্গা যা মূল্য বিহীন।

আদমদীঘি বগুড়া সংবাদদাতাঃ