ঘাড়াঘাটে করতোয়া নদীর হাজীরঘাটে ব্রীজ নির্মাণ এখন সময়ের দাবী
সরকার আসে, সরকার যায়। প্রতিশ্রুতি দেয় ব্রীজ নির্মাণের। কিন্তু কেউ কথা রাখেনা । স্বাধীনতার ৫০ বছরেও করতোয়ার হাজীরঘাটে নির্মাণ হয়নি একটি ব্রীজ। ফলে লাখো মানুষের নদটি পারপারে একমাত্র ভরসা ডিঙি নৌকা।
দিনাজপুরের ঘোড়াঘাট ও গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার দ্বি- সীমান্তবর্তী করতোয়া নদীর হাজীরঘাট দিয়ে প্রতিনিয়ত স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লাখো মানুষ ডিঙি নৌকাতে সাইকেল, মোটরসাইকেল, ভ্যানসহ জীবনের ঝুকি নিয়ে পারাপার হয়। এতে চরম ভোগান্তিতে পড়তে হয়। বিশেষত বর্ষাকালে নৌকা পারাপারে পরিবার-পরিজন উদ্বিগ্ন ও উৎকণ্ঠিত থাকে। স্বাধীনের এত বছর পেরিয়ে গেলেও কোন সরকারের আমলেই নজরে আসেনি এই ব্রীজ নির্মাণের।
ঘোড়াঘাট পৌরসভার পাশ দিয়ে বয়ে যাওয়া করতোয়া নদীর হাজীরঘাট থেকে রংপুরের পীরগঞ্জের দূরত্ব মাত্র ২৫ কিলোমিটার। আর পলাশবাড়ী উপজেলা ১৩ কিলোমিটার। অথচ ব্রীজ না থাকায় যেতে হয় দ্বীগুন পথ। সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি হাজীরঘাটে ব্রিজ নির্মাণ করা হোক। ব্রিজটি নির্মাণ হলে স্বল্প খরচে অল্প সময়ে পীরগঞ্জ দিয়ে রংপুর এবং দিনাজপুরের ঘোড়াঘাটসহ বিভিন্ন এলাকার সর্বস্তরের মানুষ সহজে যাতায়াত করতে পারবে।

বিরামপুর দিনাজপুর প্রতিনিধি: