খাদ্যমন্ত্রী’র সুস্থতা কামনায় সাপাহার প্রেসক্লাবের দোয়া মাহফিল
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি করোনায় আক্রান্ত হওয়ায় সুস্থতা কামনা করে দোয়া মাহফিল ও মাস্ক বিতরণ করা হয়েছে।
রবিবার সাপাহার প্রেসক্লাবের আয়োজনে উপজেলা মডেল মসজিদে বাদ আসরের নামাজ শেষে খাদ্যমন্ত্রী’র সুস্থতা কামনা করে দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মডেল মসজিদের খতিব জাহিদুল ইসলাম।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, মসজিদ কমিটির অন্যতম সদস্য মোতাহার হোসেন সাবেক প্রধান শিক্ষক সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়, বণিক সমিতির সভাপতি মতিউর রহমান মতি, প্রেসক্লাবের সভাপতি প্রভাষক জুলফিকার আলী সম্রাট, সাবেক সভাপতি ও সাপাহার,পোরশা ও নিয়ামতপুর উপজেলার কালের কন্ঠ পত্রিকার সিনিয়র সাংবাদিক তছলিম উদ্দীন, সাধারণ সম্পাদক প্রদীপ সাহা, সাংবাদিক সাইফুল ইসলাম রয়েল,কামরুল ইসলাম,ইব্রাহিম খলিল, সাপাহার ক্যাডেট একাডেমির প্রধান শিক্ষক গোলাপ খন্দকার, এম এস সেলিম রেজা প্রমূখ। উক্ত দোয়া মাহফিলে প্রায় শতাধিক মুসল্লি উপস্থিত ছিলেন।
অপরদিকে ঐদিন সকালে বাজার কালিমাতা পুজো মন্ডপে প্রদীপ সাহা’র নেতৃত্বে বিশেষ প্রার্থনা করা হয়।

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: