বগুড়ায় দুস্থদের মাঝে উষ্ণতার পরশ দিলেন ডা. বাতেন
তীব্র কনকনে শীতে উষ্ণতার একটু পরশ পাবার জন্য তাকিয়ে আছে কমলা, আঙ্গুরী, শিমা, আফরোজা, মেরিনা, মিনি, সুফিয়া, রোস্তম, আবু বক্কর, মোহাম্মাদ আলী, খলিল, মনতাজ ও আজিজারসহ শহরের মালগ্রাম এলাকার শতাধিক দুস্থ নারী-পুরুষ। হাড় কাপানো শীতে জবুথবু জনজীবন। তাকিয়ে আছে শীতবস্ত্রের দিকে।
রোববার বিকেলে মালগ্রাম মধ্যপাড়া ডা. বাতেন-ডা. খাদিজা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে অসহায়, গরীব, এতিম, দুস্থ নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বগুড়া স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ডা. এম এ বাতেন।
শীতবস্ত্র বিতরণকালে তিনি বলেন, মানবসেবার চেয়ে বড় ধর্ম আর নেই। মানুষের সবকটি মহৎ গুণাবলির মধ্যে সেবাব্রত অন্যতম। যারা বিত্তবান তাঁরা দীন-দুঃখীর ক্লেশ মোচনে প্রভূত অর্থব্যয় করতে পারেন। যাদের সে সামর্থ্য নেই তাঁরা তাদের সাধ্যমত শ্রম দিয়ে হোক, ভালোবাসা দিয়ে হোক, সান্তনা দিয়ে হোক, অপরের কল্যাণে নিজেকে নিবেদিত করতে পারলে তবেই জীবনের সার্থকতা।
ব্যক্তিগত প্রচেষ্টার চেয়ে সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব বেশি। এটিকে প্রাধান্য দেয়ার নিমিত্তে ও বৃহৎ পরিসরে সেবার মান বাড়ানোর জন্যই বগুড়া স্পেশালাইজড হাসপাতালের এ আয়োজন। এটি হবে দুঃস্থ, গৃহহীন, অবহেলিত, সুবিধাবঞ্চিত মানুষের আস্থার প্রতীক।
সমগ্র মানবজাতিই পরস্পর আত্মার নিবিড় বন্ধনে আবদ্ধ। সবাই মিলে সুখ দুঃখ ভাগাভাগি করে আত্মীয়তার বন্ধনে একত্রে থাকার মধ্যেই প্রকৃত সুখ নিহিত এ মানসিকতা নিয়ে এগোতে পারলেই সমাজের পিছিয়ে পড়া মানুষগুলো ফিরে পাবে তাদের অস্তিত্ব।
শীতবস্ত্র নিতে আসা কমলা বেগম জানান, কনকনে শীতের কষ্ট যিনি লাঘব করেছেন বিধাতা যেন তার কষ্টও লাঘব করেন।
চাপড় পাড়ার আজিজার জানান, ডা. বাতেন একজন মানবিক মানুষ। তিনি সুখে-দুখে সবসময় আমাদের পাশে থাকেন।
বিগত দিনেও তিনি এলাকার মানুষের দাঁড়িয়েছেন এবং ভবিষ্যতেও দাঁড়াবেন এমন কথা বললেন মিনি বেগম।

অনলাইন ডেস্ক