নন্দীগ্রাম থানা পুলিশের অভিযানে গাঁজাসহ ১ মাদক কারবারী গ্রেফতার
নন্দীগ্রাম থানা পুলিশের অভিযানে গাঁজাসহ ১ মাদক কারবারী গ্রেফতার হয়েছে। নন্দীগ্রাম থানার (ওসি) আবুল কালাম আজাদ এ তথ্যটি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত রবিবার সকাল ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে নন্দীগ্রাম থানার ওসি আবুল কালাম আজাদের নির্দেশে এসআই(নিঃ) মোঃ চান মিয়া ও এএসআই (নিঃ) মোঃ আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে নন্দীগ্রাম উপজেলার ওমরপুর হাট বাজারের প্রবেশের রাস্তার ব্রীজের উপর অভিযান চালিয়া গুন্দইল গ্রামের ইদিল বক্সের ছেলে সেলিম (৩৭) কে ৬০(ষাট) গ্রাম গাঁজা সহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী সেলিম এর বিরুদ্ধে পূর্বে ৪ টি মাদক মামলা বিচারাধীন রয়েছে। উল্লেখিত ঘটনা সংক্রান্ত ১টি নিয়মিত মামলা রুজু হয়েছে। গতকাল আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ