বগুড়ায় শ্রমিক লীগের সদস্য সচিব সিজারের সংবাদ সম্মেলন
রোববার বিকেলে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন নবগঠিত জেলা শ্রমিক লীগের আহ্বায়ক কমিটির সদস্য সচিব রাকিব উদ্দিন প্রামানিক সিজার।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার রাজনৈতিক ও ব্যক্তিগত মানহানি করার জন্য আমার ছবি ব্যবহার করে বিএনপি যুবদলের কিছু নেতার সাথে ইডিট করে প্রকাশ করে কিছু ব্যক্তি নিজের স্বার্থ হাসিলের চেষ্টা করছে। তারা শ্রমিক লীগ ও আওয়ামী লীগের নেতাদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে।
লিখিত বক্তব্যে সিজার আরো বলেন, আমি কখনো বিএনপি যুবদলের রাজনীতিতে কোন ভাবেই সম্পৃক্ত ছিলাম না। আমার পিতা শ্রমিক লীগ নেতা আব্দুল গফুর ও বড়ো চাচা বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুস সামাদ শামীমের দেখানো পথেই আমি যুব শ্রমিক লীগের রাজনীতিতে যুক্ত হই। সাংগঠনিক যোগ্যতা দিয়েই আমি আজকের অবস্থানে পৌঁছেছি।
২০১৩/১৪ সালে বিএনপি জামাতের ডাকা হরতাল ও সহিংসতার বিরুদ্ধে জনমত তৈরি করে শহরের বিভিন্ন এলাকায় জনগণের জানমাল রক্ষার্থে আওয়ামী লীগের দেয়া সকল কর্মসূচিতে সামনের সারিতে থেকে বিএনপি জামাতের সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ করেছি। শ্রমজীবী মানুষের জীবন মান উন্নয়নে সকল সময় চেষ্টা করেছি।
তিনি বলেন, শ্রমিক রীগের সাবেক সাধারণ সম্পাদক শামসুদ্দিন শেখ হেলাল সাধারণ জনগনের জায়গা দখল, জায়গা কেনাবেচাসহ বিএনপি জামাতের শীর্ষ নেতাদের কাজকরার হাজারো অভিযোগ কেন্দ্রীয় কমিটিতে রয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির আহবায়ক কামরুল মোর্শেদ আপেল, যুগ্ম আহবায়ক আব্দুল গফুর প্রামানিক, সদস্য সাব্বিত শেখ সাগর, শ্রী আনন্দ কুমার দাস, সাইফুল ইসলাম, রাজু আহমেদ, গোলাম মোস্তফা, শাহীন মন্ডল প্রমুখ।
উল্লেখ্য, গত ২১ জানুয়ারি শুক্রবার জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কে এম আযম খসরু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শ্রমিক লীগের বগুড়া জেলা কমিটি ভেঙ্গে দিয়ে কামরুল মোর্শেদ আপেলকে আহবায়ক ও রাকিব উদ্দিন প্রামানিক সিজারকে সদস্য সচিব করে নতুন কমিটি ঘোষনা দেয়। এই কমিটিকে আগামী ৬ মাসের মধ্যে সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়।

প্রেস বিজ্ঞপ্তি