শাজাহানপুরে মানিকদিপা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে নির্বাচন স্থগিত
বগুড়ার শাজাহানপুরে মানিকদিপা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন কার্যক্রম বেশকিছু অনিয়মে স্থগিত ঘোষণা করা হয়েছে।ভোটার তালিকায় অনিয়মে বগুড়ার সিনিয়র সহকারী জজ আদালতে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুল আজিজকে বিবাদী করে মামলা করেন ইউসুফ আলী ফকির নামে এক অভিভাবক সদস্য।মামলায় নোটিশ প্রাপ্তীর তিন কার্য দিবসের মধ্যে বিবাদীকে আদালতে হাজির হইয়া কারণ দর্শাইবার নিদের্শদেন।
গত রোববার নির্বাচনে দ্বায়িত্বরত প্রিজাইডিং অফিসার উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোমিনুল ইসলাম স্বাক্ষরিত একটি নোটিশে তফসিল ঘোষণা বিধি সম্মত না হওয়ায় নির্বাচন স্থগিত ঘোষণা করেন।
নির্বাচন স্থগিত নোটিশে প্রিজাইডিং অফিসার উল্লেখ করেন,মানিক দিপা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন গত ০৪-০১-২২ ইং তারিখে স্বারক নং - সহ/উপ/ডেমো/ক্লা- ০৩ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনের জন্য যে তফসিল ঘোষণা করা হয়েছিল তা বিধি সম্মত না হওয়ায় নির্বাচনের ঘোষণাকৃত তফসিলের সকল কার্যক্রম স্থগিত করা হইল।পরবর্তীতে পরিপত্র অনুয়ায়ী বিধি মোতাবেক যথাযথ কার্যক্রম গ্রহণের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়।
তফসিল ঘোষণা অনুয়ায়ী আগামী ৩০ শে জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।মোবাইলেফোনে নির্বাচন স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন প্রিজাইডিং অফিসার মোমিনুল ইসলাম।
এদিকে নির্বাচনে একাধিক ভোটার তালিকা তৈরি ও অনিয়ম নিয়ে সরেজমিনে তদন্তে মাধ্যমে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে দাবিতে অভিভাবক সদস্য প্রার্থী একই ব্যাক্তি ইউসুফ আলী ফকির উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকটও লিখিত অভিযোগ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকট অভিযোগের ভিত্তিতে সরেজমিনে তদন্ত পূর্বক প্রতিবেদন জমা দিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌফিক আজিজ।
তিনি জানান,তদন্তে নির্বাচনী তফসিল ঘোষণা বিধি সম্মত না হওয়ায় ও একাধিক ভোটার তালিকার অনিয়মের সত্যতা পাওয়া গেছে।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি ঃ