কাহালুতে পরিবার পরিকল্পনা সেবাকে গতিশীল করার লক্ষে প্রশিক্ষণ
কোভিড-১৯ পরিস্থিতিতে পরিবার পরিকল্পনা সেবাকে গতিশীল করা, মা ও নবজাতকের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং পুষ্টি কার্যক্রম সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কমিটির সহযোগিতায় সোমবার বগুড়ার কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্র হল রুমে ৪ দিন ব্যাপী আনুষ্ঠানিক ভাবে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার মো. মাছুদুর রহমান। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রশিদ লালু, রওশন আকতার। অন্যান্যদের বক্তব্য রাখেন কাহালু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মুহম্মাদ যাকারিয়া রানা, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার শারমিন জাহান বিউটি। অনুষ্ঠানের সঞ্চালনা করেন জাইকার প্রতিনিধি আশরাফ মাহমুদ।

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ