হারিয়ে যাওয়া ফোন উদ্ধার করে দিলেন নন্দীগ্রাম থানার ওসি
হারিয়ে যাওয়া ফোন উদ্দার করে দিলেন নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ।
থানা সুত্রে জানা গেছে,নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের রিধইল গ্রামের মোঃ মোজাম্মেল হকের ছেলে রাকিব(২১) OPPO-A53 মোবাইল ফোন গত ১২/০৮/২১ তারিখে হারিয়ে ফেলে। রাকিব হোসেন ১৪/০৮/২১ তারিখে নন্দীগ্রাম থানায় একটি হারানো জিডি করেন, জিডি নং ৫০৬ নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদের নির্দেশে এসআই বিকাশ চক্রবর্তী, এএসআই আমিনুল ইসলাম, কল সিডি আর নিয়ে উপজেলার দক্ষিন পাড়ার মোয়াজ্জেম হোসেনের ছেলে মোস্তফা কামালের নিকট থেকে ২৩/০১/২২ তারিখে মোবাইল ফোনটি উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন।

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি