আকবরিয়া কেয়ার ফাউন্ডেশনের ওয়ার্কিং কমিটি গঠন
আকবরিয়া কেয়ার ফাউন্ডেশনের ওয়ার্কিং কমিটি গতকাল সোমবার গঠন করা হয়। উক্ত ওয়ার্কিং কমিটি সর্বসম্মতিক্রমে সংস্থার চেয়ারম্যান হাসান আলী আলালকে প্রধান উপদেষ্টা ও কার্যনির্বাহী সদস্য নুরুল আমিন নুরুকে সহকারি উপদেষ্টা করে ১৪ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
ওয়ার্কিং কমিটিতে সভাপতি নুরুন নবী, সহ-সভাপতি আলমগীর হোসেন, জিল্লুর রহমান, মেজবাহুর রহমান, সাধারণ সম্পাদক আজাহার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনার রশিদ, সাব্বিরুল মোস্তফা রাকিব, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহম্মেদ, দপ্তর সম্পাদক সাবিনা ইয়াসমিন, অর্থ সম্পাদক শাহিনুর রহমান, প্রকাশনা সম্পাদক সুফিয়া খাতুন, মানবসম্পদ সম্পাদক ইউনুস আলী বাবুল, অনুদান প্রদান বিষয়ক সম্পাদক ফারায়েজুল ইসলাম খোকন, জনসংযোগ বিষয়ক সম্পাদক মইনুল ইসলাম, ও চীফ পেট্রোনাইজার হুসেইন মোহাম্মদ লিটন কে মনোনীত করা হয়।
সংস্থার চেয়ারম্যান ও ওয়ার্কিং কমিটির প্রধান উপদেষ্টা হাসান আলী আলাল বলেন, এ কমিটি সংস্থার যাত্রাকে বেগবান ও ত্বরান্বিত করবে। সেবার দ্বার বৃহৎ পরিসরে উন্মোচন করার লক্ষে এ কমিটির গুরুত্ব অনেক বেশি। তাই এ কমিটির সকলকে দায়িত্ববান হয়ে কাজ করতে হবে।

প্রেস বিজ্ঞপ্তি