আদমদীঘিতে ২ মাদকসেবীর কারাদণ্ড
বগুড়ার আদমদীঘি উপজেলায় ২ মাদকসেবীকে অর্থদণ্ডসহ কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবনী রায় তাদের জরিমানাসহ কারাদণ্ডাদেশ দেন।
জানা যায়, সোমবার উপজেলার কুন্দগ্রাম ও নসরতপুর এলাকায় অভিযান চালিয়ে ২ মাদকসেবীকে গ্রেফতার করে সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ১০০ টাকা জরিমানাসহ ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- আদমদীঘি উপজেলার কুন্দ্রগ্রাম পশ্চিম পাড়া এলাকার আজিজুল কাজির ছেলে রনি কাজি (২৪) ও কাহালু উপজেলার মালঞ্চা গ্রামের আমজাদ আলীর ছেলে এনামুল আমজাদ(৩৫)
সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘খ’ সার্কেলের পরিদর্শক নাজিম উদ্দীন ভ্রাম্যমাণ আদালতের অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন , দণ্ডপ্রাপ্ত আসামিদের সোমবার বিকালে জেলহাজতে পাঠানো হয়েছে।

আদমদীঘি বগুড়া সংবাদদাতাঃ