শাজাহানপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বগুড়ার শাজাহানপুরে গাঁজাসহ নাফিজ প্রামাণিক ওরফে নাইচ (২২) নামে এক নব্য মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে শাজাহানপুর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী নাফিজ ওরফে নাইচ উপজেলার কামারপাড়া পূর্বপাড়া গ্রামের মো. আব্দুল কাদের প্রামাণিকের ছেলে।
সোমবার রাত ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চুপিনগর তিন রাস্তা মোড় থেকে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।এসময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা,গাঁজা বিক্রির নগদ ৯৬০০ টাকা ও মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।
জানাযায়, নাফিজ ওরফে নাইচ প্রায় বেশ কয়েকমাস পূর্ব থেকে দেশের বিভিন্ন স্থান হতে গাঁজা সংগ্রহ করে শাজাহানপুর থানা এলাকায় মোটরসাইকেল দিয়ে মাদক ব্যবসায়ীদের নিকট ডিলার হিসেবে বিক্রয় করে আসছিল।এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনের নির্দেশনায় এস আই মিজানুর রহমান,এস আই মোহাম্মদ আলী,এএসআই শামীম হোসেনসহ সঙ্গীয় অফিসার-ফোর্স নেতৃত্বে চোপিনগর তিন রাস্তার মোড়ের জনসম্মুখে তাকে গ্রেপ্তার করেন।
এ বিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, গাঁজা ব্যবসায়ী নাফিজ প্রামাণিক ওরফে নাইচ কে গাঁজা সহ গ্রেফতার করা হয়েছে। তাকে মাদক মামলায় জেল হাজতে প্রেরণ করা হবে।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :