প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২২ ১৪:১৫

আন্তর্জাতিক কাস্টমস দিবসে হিলি চেকপোস্টে মিষ্টি বিনিময়

দিনাজপুর প্রতিনিধি
আন্তর্জাতিক কাস্টমস দিবসে হিলি চেকপোস্টে মিষ্টি বিনিময়

আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি চেকপোস্টে দুই দেশের কাস্টমসের মিষ্টি ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

 
বুধবার (২৬ জানুয়ারি) বেলা ১১ টায় হিলি সীমান্তের শূন্যরেখায় (চেকপোস্টে) বাংলাহিলি কাস্টমস ও ভারতহিলি কাস্টমস কর্মকর্তা-কর্মচারীরা মিষ্টি ও মতবিনিময় করেন।
 
মিষ্টি এবং মতবিনিময়ে উপস্থিত ছিলেন, বাংলাহিলির কাস্টমসের সহকারী কমিশনার জেএম আলী হাসান সহ কাস্টমসের অন্যান্য কর্মকর্তাগন। অপর দিকে ভারতহিলি কাস্টমস কমিশনার সহ কাস্টমস কর্মকর্তাগন।
 
এসময় হিলি কাস্টমস সহকারী কমিশনার জেএম আলী হাসান বলেন, সৌহার্দ্য ও ভ্রতৃত্ববোধ বৃদ্ধির লক্ষ্যে ২০০৯ সাল থেকে প্রতি বছর আমরা দুই দেশের কাস্টমসের মাঝে মিষ্টি ও মতবিনিময় করে থাকি।
উপরে