বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান প্রার্থী সহ নিহত ৬
বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান প্রার্থী সহ ৬ জন নিহত হয়েছেন।
বগুড়ার শেরপুরে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। নিহতরা সকলেই অটোরিকশার যাত্রী। আজ বুধবার বিকেল সোয়া ৫টার দিকে বগুড়া- ঢাকা মহাসড়কে মীর্জাপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ৫ জনের মধ্যে একজন নারী ও ৪ জন পুরুষ। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, হানিফ পরিবহনের একটি বাস ঢাকা থেকে রংপুরের দিকে যাচ্ছিল। বিকেল সোয়া ৫টার দিকে শেরপুর উপজেলার মীর্জাপুর আমতলা নামক স্থানেটি ফিড়ার রোড় থেকে সিএনজিচালিত অটোরিকশার হঠাত মহাসড়কে উঠে আসলে বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং চালকসহ ৫ জন যাত্রী নিহত হন। দুর্ঘটনার পরপর বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। পুলিশ বাসটি আটক করেছে। নিহতদের মরদেহ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালের মরগে পাঠায়।
অপরদিকে বিকেল সাড়ে ৪ টার দিকে জেলার গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আশরাফুল হক গোল্লা খলিশাগুড়া ব্রীজের কাছে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে পড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন।

ষ্টাফ রিপোর্টার