আশেকপুর ও খোট্রাপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদত্ত কম্বল বিতরণ
বগুড়ার শাজাহানপুরে আশেকপুর ও খোট্রাপাড়া ইউনিয়নে শীতার্ত মানুষদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২ টায় আশেকপুর রাণীরহাটে কিছু শীতার্ত মানুষদের মাঝে প্রধানমন্ত্রী প্রদত্ত কম্বল বিতরণ করেন শাজাহানপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব ভিপি এম সুলতান আহম্মেদ।
এ সময় উপস্থিত ছিলেন আশেকপুর ইউনিয়নের যুবলীগের সভাপতি কবির আহম্মেদ,সাধারণ সম্পাদক আবু সায়েম,উপজেলা যুবলীগ নেতা আপেল মাহমুদ,কামরুল ইসলাম,জিয়াউর রহমান কাইয়ুম প্রমুখ।
পরে বিকালে খোট্রাপাড়া ইউনিয়নে কিছু অসহায় শীতার্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের কম্বল বিতরণ করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব ভিপি এম সুলতান আহম্মেদ।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ