হুইলচেয়ার নিয়ে বৃদ্ধার বাড়িতে ইউএনও
বগুড়ার শাজাহানপুর উপজেলায় ৮০ বছর বয়সী অসুস্থ ও অবহেলিত বৃদ্ধার পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ।
বৃহস্পতিবার বিকালে ওই বৃদ্ধার বাড়িতে আকস্মিক হুইলচেয়ার ও শীতবস্ত্র নিয়ে যান ইউএনও সহ প্রশাসনিক কর্মকর্তারা।
উপজেলার আড়িয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মানিকদিপা উত্তরপাড়া গ্রামের বাসিন্দা প্রতিবন্ধি বৃদ্ধা আলেফা বেওয়া।শারীরিক দুর্বলতা ও অসুস্থতায় দীর্ঘদিন ধরে ভুগছেন এই বৃদ্ধা।
কয়েক দিনআগে সাংবাদিক ছানোয়ার হোসেন ওই বৃদ্ধের অসহায়ত্ব, শারীরিক অক্ষমতা ও কষ্টের দিনযাপন কথা উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ কে জানায়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রোগ্রামার মোস্তাফিজুর রহমান,উপজেলা যুবলীগের সদস্য শাহাদাত হোসেন,সেলিম রেজা,উপজেলা ছাত্রলীগ নেতা আল আমিন প্রমুখ।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: