শাজাহানপুরে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে বগুড়ার শাজাহানপুর ও গাবতলি আসনের অসহায়-দুস্থদের চিকিৎসাসেবা ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে মাঝিড়াস্থ এমপি'র গোলবাগী মঞ্জিল চত্বরে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদানে চেক বিতরণ করেন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাবলু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি সংসদ সদস্যের প্রতিনিধি নজরুল ইসলাম, ব্যক্তিগত সহকারী রেজাউল করিম প্রমুখ।
শাজাহানপুর ও গাবতলি উপজেলার ১১ জনের মাঝে ৪ লক্ষ ৮০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ