২টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে “ দ্য রান ” এর পুরস্কার অর্জন
বগুড়ায় নির্মিত শিশুতোষ চলচ্চিত্র দ্য রান দুটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অর্জন করলো ৫টি পুরস্কার। নির্মাতা সুপিন বর্মনের ৩য় স্বল্পলদৈর্ঘ্য চলচ্চিত্র দ্য রান পুরস্কার অর্জনের দৌড়ে এগিয়ে গেল আবারও। গত ১০ ডিসেম্বর তুরস্কের হ্যাক-ইজ করফেডারেশানের আয়োজনে হ্যাক-ইজ আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতায় বিদেশী ভাষার চলচ্চিত্রে একমাত্র বাংলাদেশের চলচ্চিত্র হিসেসে “দ্য রান” অর্জন করে সেরা চলচ্চিত্রের পুরস্কার।
পুরস্কার হিসেবে দ্য রান চলচ্চিত্রের পরিচালক পাবেন পাঁতশত ইউরো। ঠিক এক মাস পরেই গত ২৭ জানুয়ারি ইরাকের “ আরাক ফ্রেন্ডস ফিল্ম ফেস্টিভ্যালে” ৩ ক্যাটাগরিতে তিনটি পুরস্কার অর্জন করে সুপিন বর্মনের দ্য রান, এ উৎসবে সেরা চিত্রনাট্য ও কাহিনির জন্য পরিচালক পাবেন ১৫ হাজার টাকা এবং সেরা অভিনয়ের জন্য শাহাদৎ হোসেন ও সেরা শিশু শিল্পী পৃথিবী পাবেন স¤œাসূচক ট্রপি ও সার্টিফিকেট। বাংলাদেশে প্রথম স্কেটিং নিয়ে নির্মিত শিশুতোষ এ চলচ্চিত্রটি নির্মিত হয় বগুড়ায়। রুপান্তর কালচারাল একাডেমীর প্রযোজনায় এবং পু-্রনগর চলচ্চিত্র সংসদের পরিবেশনায় দ্য রান চলচ্চিত্রটি স্কেটিং শিখতে চাওয়া এক শিশুকে কেন্দ্র করে নির্মিত হয়। শিশুশ্রম ও কোমলমতি শিশুদের ইচ্ছাকে প্রাধান্য দেয়া হয়েছে চলচ্চিত্রের গল্পে। স্বপ্ন পূরণের দৌড়ে প্রতিনিয়ত হেরে যায় অনেক শিশু। এমনি এক নিয়তির কাছে হেরে যাওয়া শিশুর নাটকীয় গল্পে নির্মিত হয় দ্য রান। চলচ্চিত্রটিতে অভিনয় করেছে দূরন্ত, পৃথিবী, বানী, মেধা, শাহাদৎ হোসেন, আশরাফুল ইসলাম রোহিত, মশিউর রহমান, গাজী আশা, ফুল কুমারী, রবিউল ইসলাম প্রমুখ। চলচ্চিত্রটি সম্পাদনা করেছেন অংকন সরকার। এর আগে দ্য রান চলচ্চিত্রটি বাংলাদেশ, ভারত , নিউইয়র্কসহ বেশ কয়েকটি উৎসবে প্রদর্শিত হয় এবং প্রশংশিত হয়।

প্রেস বিজ্ঞপ্তি