পঞ্চগড়ে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত
‘কুষ্ঠরোগির সামাজিক মর্যাদায়, ঐক্যবদ্ধ আমরা সবাই’ শ্লোগানে পঞ্চগড়ে ৬৯তম বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়েছে। কুষ্ঠ দিবসে জেলা স্বাস্থ্য বিভাগ ও দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ যৌথভাবে কর্মসূচি পালন করে।
দিবসটি পালন উপলক্ষে রোববার সকালে পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়ের সামনে স্ট্যান্ডিং র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আফরোজা বেগম রীনা। অন্যান্যদের মাঝে বক্তব্য দেন সমাজসেবার উপ পরিচালক অনিরুদ্ধ কুমার রায়, টিবি কন্ট্রোল অফিসার পাউলুস হাসদা, টিএলএমআইবি’র প্রজেক্ট হেল্থ অফিসার আনোয়ার হোসেন, এরিয়া হেল্থ সুপারভাইজার কমল চন্দ্র অধিকারী প্রমূখ।

পঞ্চগড় প্রতিনিধি