মানুষের ভাগ্যোন্নয়নে নিরলস শ্রম দিচ্ছেন মানবতার নেত্রী শেখ হাসিনা: শফিক
রোববার দুপুরে বগুড়া সদরের নুনগোলা ডিগ্রী কলেজ মিলনায়তনে ৪ শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক। প্রধান অতিথির বক্তব্যে সাখাওয়াত হোসেন শফিক বলেন, এদেশের মানুষের ভাগ্যোন্নয়নে নিরলস শ্রম দিচ্ছেন মানবতার নেত্রী শেখ হাসিনা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষকে দিয়েছেন স্বাধীনতা, তার কন্যার শেখ হাসিনার হাতধরে উন্নত দেশের কাতারের দিকে এগিয়ে যাচ্ছে সোনার বাংলা। জাতির পিতা স্বপ্ন ছিল ক্ষুধা দারিদ্র্য দূর্নীতি মুক্ত সোনার বাংলা গড়ে তোলা। তার সেই স্বপ্ন মানবতার নেত্রী শেখ হাসিনার হাতধরে সত্যি হয়ে উঠেছে। একসময় আমরা আন্দোলন করেছি শিক্ষার দায়িত্ব সরকারকে নিতে হবে। বইখাতা সরকারকে দিতে হবে। আজ তা সত্যি হয়েছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বছরের প্রথম দিন নতুন শ্রেণির বই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়। বঙ্গবন্ধুর নেতৃত্বে বিশ্বে বাংলাদেশ মাথা উঁচু করে দাড়িয়েছে, তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে স্বাধীন বাংলাদেশ এখন বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল। সারাদেশে উন্নয়নের জোয়ার বইছে। সেই উন্নয়ন বাঁধাগ্রস্থ করতে একটি স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
আমাদের সকলকে মহান মুক্তিযুদ্ধের মত আবারও একহয়ে সকল ষড়যন্ত্র নশ্যাৎ করে দিতে হবে। শেখ হাসিনার কাছে সকল জেলা সমান। তাই দেশের সকল জেলা, উপজেলা, গ্রামে সমান ভাবে উন্নয়ন হচ্ছে। বঙ্গবন্ধুকে হত্যা করে এদেশকে আবারও পাকিস্তান করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু এদেশের মানুষ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও দেশকে রক্ষা করেছে পাকিস্তানিদের দোসরদের কাছ থেকে। আবারও সময় এসেছে এই বগুড়ার মানুষের উন্নয়ন করার। এই বগুড়ায় নিজের নাম নিয়ে অনেকে কলা গাছ হয়ে নির্বাচিত হয়েছেন। কিন্তু বগুড়ায় কেউ উন্নয়ন করেনি। উন্নয়ন যা হয়েছে তা শুধু শেখ হাসিনার হাতধরে। শুধু এই বগুড়ার মানুষকে ব্যবহার করে গেছে জিয়াউর রহমান থেকে খালেদা জিয়া ও তারেক রহমান সহ সকলেই। তাই এবার নিজ এলাকার মানুষকে নির্বাচিত করতে হবে। নৌকা মার্কার প্রতিনিধিকে। যাতে নিজ এলাকার মানুষ নির্বাচিত হয়ে এই বগুড়ার উন্নয়ন করতে পারেন। বগুড়ার উন্নয়নে ভাড়া করা মানুষকে নির্বাচিত করার আর সুযোগ নেই। নৌকা মানেই উন্নয়ন নৌকা মানেই মানুষের ভাগ্যোন্নয়ন। তাই আগামীতে বগুড়া থেকে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে হবে। নৌকার বিজয় নিশ্চিত হলে বগুড়ায় বিমানবন্দর চালু হবে, বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। তাই আগামী দিনেমসকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার মার্কার বিজয়
নিশ্চিত করতে হবে।
নুনগোলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ সুলতান মাহমুদের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নুনগোলা ডিগ্রী কলেজের সভাপতি সুলতানা রাজিয়া পান্না। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য এমএ বাসেদ, আবু সেলিম, নুনগোলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ জাহিদুল ইসলাম, নিশিন্দারা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম রফিক, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হেফাজত আরা মিরা। এসময় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা শাহরিয়ার সৈকত, সাবেক ছাত্রনেতা জোবাইদুল ইসলাম আসাদ, ছাত্রলীগ নেতা সেভিট মন্ডল, ববিন রহমান সহ চরও অনেকে।

প্রেস বিজ্ঞপ্তি