বগুড়ায় সন্তান প্রসবের ৪ ঘন্টা পর করোনায় মারা গেলেন মা
বগুড়ায় সন্তানকে পৃথিবীর আলো দেখিয়ে জীবনের সাথে লড়াই করে ৪ ঘণ্টা পর মারা গেলেন করোনা আক্রান্ত এক মা। হতভাগা সেই মায়ের নাম সানজিদা বেগম (২৩)। রবিবার সকাল সাড়ে ৮ টার দিকে সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে তিনি মারা যান।
মৃত সানজিদা বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের আটগ্রামের মোহাম্মদ রিমনের স্ত্রী।
হাসপাতাল সূত্র জানায়, শনিবার দিবাগত রাতে সানজিদা করোনা আক্রান্ত অবস্থায় শ্বাসকষ্ট নিজে সন্তান প্রসবের জন্য ভর্তি হন। ভোর ৪ টায় তিনি সুস্থ ছেলে সন্তানের জন্ম দেন৷ পরে সকাল সাড়ে ৮ টায় আবারও তার প্রচণ্ড রকম শ্বাসকষ্ট শুরু হলে তিনি মারা যান।
সরকারি মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শফিক আমিন কাজল জানান , দিবাগত রাতে ভর্তি হওয়া অবস্থা থেকে সানজিদার শারীরিক অবস্থা খারাপ ছিল। তাকে পুরো সময়ই অক্সিজেন সাপোর্ট দিয়ে রাখা হয়েছিল। এ অবস্থায় সকাল সাড়ে ৮ টার দিকে তিনি মারা যায়। তবে তারা তাদের সর্বোচ্চটুকু দিয়ে তার চিকিৎসা দেয়ার প্রয়াস করেছেন। তিনি আরো জানান, মৃত সানজিদার সন্তান সুস্থ রয়েছেন।

ষ্টাফ রিপোর্টার