নন্দীগ্রাম থানা পুলিশের অভিযানে গাঁজাসহ ৪ মাদক কারবারী গ্রেফতার
নন্দীগ্রাম থানা পুলিশের অভিযানে গাঁজাসহ ৪ মাদক কারবারী গ্রেফতার হয়েছে। নন্দীগ্রাম থানার (ওসি) আবুল কালাম আজাদ তথ্যটি নিশ্চিত করেছেন।
থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নন্দীগ্রাম থানার ওসি আবুল কালাম আজাদের নির্দেশে এসআই মোঃ তারিকুল ইসলাম, এএসআই মোঃ আমিনুল ইসলাম, এএসআই মোঃ সদরুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে গত শনিবার সন্ধা ৬টায় কাথম পূর্ব পাড়ার ফরিদ উদ্দিনের ছেলে রাজু আহমেদ (২২) কাথম চক পাড়ার বাবলুর ছেলে জুয়েল (২২) কৈগাড়ী গ্রামের শাহাদত হোসেনের ছেলে মারুফ হোসেন(২০) কে ৩০(ত্রিশ) গ্রাম গাঁজা একটি মটর সাইকেল ও তিনটি মোবাইল ফোনসহ ৫নং ভাটগ্রাম ইউনিয়নের কল্যাননগর রাস্তার উপর থেকে গ্রেফতার করে। অপরদিকে এসআই মোঃ নুর আলম ও এএসআই মোঃ মামুনুর রশিদ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে আরেকটি অভিযান চালিয়ে গত শনিবার বিকেল ৫টায় হাটকড়ই উত্তরপাড়ার মৃত আজিমুদ্দিনের ছেলে রাশেদ আলী(৩২)কে ২৫(পঁচিশ) গ্রাম গাঁজা সহ ৫নং ভাটগ্রাম ইউনিয়নের হাটকড়ই বাজার থেকে গ্রেফতার করে নন্দীগ্রাম থানা পুলিশ। উল্লেখিত ঘটনা সংক্রান্ত পৃথক ০২টি নিয়মিত মামলা রুজু হয়েছে। গতকাল আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ