তেঁতুলিয়ায় মৌসূমের সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস
উত্তরের হিমালয় কন্যা খ্যাত পঞ্চগড়ে গত চারদিন ধরে মাঝারী শৈত্যপ্রবাহ চলছে। প্রতিদিনই কমছে সর্বনিম্ন তাপমাত্রা।
সোমবার সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করেছে। যা চলতি শীত মৌসূমে সারাদেশের মধ্যে এটি সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে গত ২৮ জানুয়ারী মৌসূমের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল কুড়িগ্রামের রাজারহাটে।
রোববারও তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। উত্তরের কনকনে শীতল বাতাসের সাথে মাঝারী থেকে ঘন কুয়াশায় মৃদু ও মাঝারী শৈত্যপ্রবাহে কাহিল হয়ে পড়েছে মানুষজন। চরম ভোগান্তিতে পড়েছে ছিন্নমূল ও শ্রমজীবী মানুষরা।
রোববার মধ্যরাতের পর পঞ্চগড়ে শুরু হয় ঘন কুয়াশা। তবে সোমবার সকালেই ঘন কুয়াশা কেটে সূর্যের দেখা মিললেও আকাশে মেঘ ভেসে বেড়ায় দিনভর ছিল না রোদের উত্তাপ। সকালের ঘন কুয়াশা ও কনকনে শীতল বাতাসের মধ্যে কাজে বের হয়েছে শ্রমজীবী মানুষগুলো।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ জানিয়েছেন, রাজশাহী ও রংপুর বিভাগের ওপর দিয়ে গত চারদিন ধরে মৃদু থেকে মাঝারী শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। এ অবস্থা চলবে আরও দুই থেকে তিনদিন। এরপর বিক্ষিপ্তভাবে বৃষ্টির পর আকাশ মেঘমুক্ত হয়ে দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং শীত মৌসূম বিদায় নেবে।
তিনি আরও জানান, সোমবার দেশের সর্বনিম্ন এবং চলতি শীত মৌসূমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গত ২৮ জানুয়ারি কুড়িগ্রামের রাজারহাটে মৌসূমের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।

পঞ্চগড় প্রতিনিধি