বগুড়া গাবতলীতে নির্বাচন পরবর্তী সহিংসতায় হিন্দুপাড়ায় হামলা
বগুড়ার গাবতলী উপজেলায় ২টি ইউনিয়নে প্রশাসনের কঠোর নিরাপত্তা বলয়ে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হলেও নির্বাচন পরবর্তী সহিংসতায় হিন্দুপাড়ায় হামলার ঘটনা ঘটেছে।
সোমবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার সোনারায় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে দক্ষিণ সাবেক পাড়া এলাকায় হামলার ঘটনা ঘটে।
হামলায় ওই গ্রামের সার্বজনীন দূর্গামাতা মন্দিরের গেট ভাঙচুর ও ৫টি খড়ের পালায় আগুন দেয় দুর্বত্তরা। এসময় হামলাকারিরা তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায় বলে গ্রামবাসিরা জানিয়েছেন।
দক্ষিণ সাবেক পাড়া সার্বজনীন দূর্গামাতা মন্দিরের সভাপতি সুবল চন্দ্র জানান, নির্বাচনে ফলাফল ঘোষণার পরে দূর্বত্তরা তাদের গ্রামে হামলা চালায়। হামলাকারিরা মন্দিরের গেট ভাঙচুর ও গ্রামের ৫টি খড়ের পালায় আগুন ধরিয়ে দেয়। পরে দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করেন।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ও জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র শরাফত ইসলাম জানান, খবর পেয়ে ওই গ্রামে গিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। অভিযোগ ও তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, ৬ষ্ঠ ধাপে বগুড়ার ২২টি ইউনিয়নের মাঝে গাবতলী উপজেলার নেপালতলী ও সোনারায় ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়।

ষ্টাফ রিপোর্টার