সৈয়দপুরে ২দিন ব্যাপী শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
নীলফামারীর সৈয়দপুর শিক্ষার্থীদের ইউনিক আইডির তথ্য ছক পূরণ,ডাটা এন্ট্রি ও আপলোড বিষয়ক উপজেলা পর্যায়ে দুই দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের আয়োজনে দুই দিন ব্যাপী গতকাল মঙ্গলবার ওই প্রশিক্ষণ শেষ হয়।
এতে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেহেনা ইয়াসমীন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেন ও নীলফামারী জেলা শিক্ষা অফিসের সহকারি প্রোগ্রামার মো. বাচ্চু মিয়া।
প্রশিক্ষণে উপজেলার কলেজ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসাসহ ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং একজন সহকারি শিক্ষক ও প্রভাষকসহ সর্বমোট ৬০ জন অংশ নেন।
এর আগে গত সোমবার শহরের কয়ানিজপাড়াস্থ সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ ওই শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুইদিন ব্যাপী প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন নীলফামারী জেলা শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম।
এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেহেনা ইয়াসমীন।
প্রশিক্ষণের উদ্বোধনীপর্বে অংশ গ্রহনকারী শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান ও শিক্ষক-শিক্ষিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রত্যেক শিক্ষার্থীর মৌলিক ও শিক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য এক জায়গায় রাখার জন্য ইউনিক আইডি তৈরি করা হচ্ছে। একজন শিক্ষার্থীর সব রকম সেবা যেমন বই নেয়া থেকে শুরু করে ফল প্রকাশ, রেজিষ্ট্রেশন, বৃত্তি, উপবৃত্তির অর্থ নেয়া অর্থাৎ যত ধরনের নাগরিক সেবা আছে সবই দেয়া হকে এই ইউনিক আইডির মাধ্যমে।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: