হিলি স্থলবন্দরে আমদানি কারক গ্রুপের শীতবস্ত্র বিতরণ
দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কারক গ্রুপের আয়োজনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতারণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে হিলি চারমাথা মোড়ে মালিক সমিতির কার্যালয়ে হতদরিদ্রদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করেন তারা।
শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন, হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন, সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, পৌর কাউন্সিলর জুয়েল হোসেন সহ আমদানি-রপ্তানি কারকরা।
এসময় ১০০ জন শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

দিনাজপুর প্রতিনিধিঃ