সাংস্কৃতিক ঐক্য জোট, বগুড়ার আহবায়ক কমিটি গঠন
“জয় বাংলাকে লালন করি সমৃদ্ধ সংস্কৃতির পথে চলি” এই স্লোগানকে সামনে রেখে বগুড়া জেলার প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠনগুলোর সমন্বয়ে সাংস্কৃতিক ঐক্য জোট, বগুড়া গঠনকল্পে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রোমেনা আফাজ মুক্তমঞ্চে বিকাল ৫ টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা শিল্পকলা একাডেমী বগুড়ার সংগীত প্রশিক্ষক ও দোঁলনচাঁপা সাংস্কৃতিক একাডেমীর সভাপতি হাসিনুর রহমান হাসু।
আলোচনা সভায় শেষে সকলের সর্বসম্মতিতে হাসিনুর রহমান হাসুকে আহ্বায়ক, হাসিবুল হাসান মুনকে সদস্য সচিব, এম ববি খান, মোঃ নজরুল ইসলাম, গোলাম রব্বানী, সুমন দাস ও জুয়েল রানাকে সদস্য করে ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠণ করা হয়। সাংস্কৃতিক ঐক্য জোট, বগুড়া গঠনের পর এই কমিটি আগামী কিছুদিনপর বিভিন্ন সংগঠনকে সদস্য করে বড় পরিসরে কাজ করবে।

ষ্টাফ রিপোর্টার