সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সমাজে অসহায় মানুষের মুখে হাসি ফুটানো সম্ভব: লাখিন
সবুজ স্বপ্ন ফাউন্ডেশন ও ওয়ার্ল্ডভিউ বিল্ডার্স লিমিটেডের চেয়ারম্যান লায়ন খায়রুল আলম লাখিন বলেছেন, সমাজে যারা বৃত্তবান ব্যক্তি আছেন, তারা চাইলেই ছিন্নমূল মানুষের এই হাড় কাঁপানো শীতের সময় একটু সাহায্য করতে পারেন। আমাদের সম্মিলিত সহযোগিতার মাধ্যমেই সমাজে বসবাসরত গরিব অসহায় মানুষগুলোর মুখে একটু হাসি ফোটাতে পারবো। ছিন্নমূল মানুষগুলো শীতের সময় যেন কষ্ট না পায় সেদিকটা আমাদের সকলেরই ভাবা উচিত।
তিনি আরো বলেন, যদি আমরা সুবিধাবঞ্চিত মানুষের প্রতি একটু মানবতা দেখাই এবং পাশে দাঁড়াই তাহলে আমরা তাদের অশান্তি কিছুটা হলেও দূর করতে পারব। পাশাপাশি তাদের মুখে হাসি ফুটাতে সক্ষম হবো। এই কনকনে শীতে ফুটপাত, রেলস্টেশন ও বস্তিতে বসবাস করার মানুষগুলো শান্তিতে নেই। আমাদের সবার উচিত সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের রক্ষা করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়া। সরকারের পাশাপাশি আমরা সবাই এগিয়ে আসলে শীতার্তরা উপকৃত হবে।
গতকাল মঙ্গলবার দুপুরে বগুড়া শহরের কলোনী এলাকায় সবুজ স্বপ্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে হরিজন সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন রেজাউল করিম, বাশার, রহিত, কাউছার, তৌফিক আলম, নেহা, সাবিনা, দিপা, ডাবলুসহ প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি