বগুড়ায় গাবতলী ও শিবগঞ্জ থানায় ওসি পদে রদবদল
বগুড়ায় গাবতলী ও শিবগঞ্জ থানায় অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী মঙ্গলবার এক আদেশের মাধ্যমে এই রদবদল করেন।
জানা যায়, গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলামকে পুলিশ সুপারের কার্যালয়ে অপরাধ শাখায় এবং পুলিশ সুপারের কার্যালয়ে অপরাধ শাখার কর্মরত পুলিশ পরিদর্শক দীপক কুমার দাসকে শিবগঞ্জ থানার ওসি পদে বদলি করা হয়েছে। এছাড়াও
শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলামকে গাবতলী মডেল থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।
রদবদলের বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম বলেন, নিয়মিত বদলির অংশ হিসেবে ওসি পদে রদবদল করা হয়েছে। দ্রুত তারা নিজ নিজ বদলি হওয়া স্থলে যোগদান করবেন। তিনি আরো জানান, গাবতলী থানার ওসি পদে দায়িত্ব পালন করা জিয়া লতিফুল ইসলামের ৫৪ বছর পার হয়েছে কিন্তু নির্বাচনের জন্যে তাকে বদলী করা হয়নি যা মঙ্গলবার ২ থানায় বদলীর মাধ্যমে সমন্বয় করা হয়েছে।

ষ্টাফ রিপোর্টার