লাইভে এসে মাথায় গুলি ঠেকিয়ে নায়ক রিয়াজের শ্বশুরের আত্মহত্যা
রাজধানীর ধানমণ্ডিতে ফেসবুক লাইভে এসে নিজের মাথায় নিজেই পিস্তল ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন।
তার নাম আবু মহসিন খান (৫০)। তিনি চিত্রনায়ক রিয়াজের শ্বশুর বলে জানিয়েছে পুলিশ। বুধবার (২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ধানমণ্ডি ৭ নম্বর রোডের একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। নিজের মাথায় নিজে গুলি করার আগে মহসিন কালিমা পড়তে শোনা গেছে।
ধানমণ্ডি থানার একরাম আলী মিয়া গণমাধ্যমকে বলেন, আবু মহসিন চিত্রনায়ক রিয়াজের শ্বশুর। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, তিনি নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে আত্মহত্যা করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে আত্মহত্যার আগে ফেসবুক লাইভে মহসিন জানান, তিনি বাসায় একা থাকেন। তার একমাত্র ছেলে অস্ট্রেলিয়ায় থাকেন। মহসিন আরো বলেন, আমি যদি বাসায় মরেও পড়ে থাকি- এক সপ্তাহ পরও কেউ জানবে বলে মনে হয় না। এক বন্ধুসহ বিভিন্ন মানুষের কাছে তিনি ৫ কোটি ২০ লাখ টাকা পান বলে জানান।
লাইভের একপর্যায়ে এসে তিনি ছেলে-মেয়ের কাছে ক্ষমা চেয়ে নেন। তারপর লাইভের ১৬ মিনিট ১৫ সেকেন্ডের মাথায় তিনি আত্মহত্যা করেন। তার আত্মহত্যা করার পরও লাইভ চলছিল। প্রায় এক ঘণ্টা ধরে এই লাইভ চলমান থাকে।

অনলাইন ডেস্ক