বগুড়ায় দৈনিক ‘যুগান্তরের’ প্রতিষ্ঠাবার্ষিকী পালন
দেশের শীর্ষস্থানীয় দৈনিক যুগান্তর ২৩ বছরে পদার্পণ করায় বগুড়ায় কেক কর্তন করা হয়েছে। সদর উপজেলা পরিষদ হলরুমে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে এ আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বস্তুনিষ্ঠতা ও সাহসিকতার প্রতিশ্রুতি রক্ষা করে চলেছে এ পত্রিকা। পত্রিকাটির অবিচল ধারার সঙ্গে মিশে আছে এদেশের পাঠক সমাজ।
তিনি আরো বলেন, যুগান্তর একদিকে যেমন জনমানুষের জীবন সঙ্কটের খবর পাঠকসমাজের সামনে সাবলীলভাবে তুলে ধরেন, তেমনি দেশের স্বার্থে বহু অসংগতির খবর যুগান্তরের সাংবাদিকদের সাহসী কলমে উঠে আসে।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন রিক্তা, ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, নবনির্বাচিত রাজাপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু, আজহারুল হারুন রিপু, খলিলুর রহমান, স্বজন সমাবেশের সদস্য শফিউল আলম, হাসিনা খাতুন হিরা, মাকছুদা মলি, জান্নাতুল ফেরদৌস প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি