দুই কন্যাসহ ২য় বারের মতো করোনা আক্রান্ত হলেন বগুড়া জেলা প্রশাসক
দুই কন্যাসহ ২য় বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন করোনাকালীন সময়ের শুরু থেকে বগুড়ায় সম্মুখ সারিতে থেকে নেতৃত্বদানকারী জেলা প্রশাসক মো: জিয়াউল হক। গত ২ ফেব্রুয়ারি বুধবার তিনি ও তার দুই কন্যার কোভিড-১৯ পরীক্ষার জন্যে নমুনা দিলে স্বাস্থ্যবিভাগ থেকে ৩ তারিখে তাদের ফলাফল পজিটিভ হিসেবে জানানো হয়।
বগুড়া জেলা প্রশাসকের করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (গোপনীয়) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আশরাফুর রহমান সোহাগ বলেন, ‘বগুড়ায় অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ জেলার সাধারণ মানুষের কল্যাণে সকল কার্যক্রমে সদরসহ সকল উপজেলায় জেলা প্রশাসক স্যার বরাবরই সম্মুখসারিতে থেকে তাদের নেতৃত্ব দেন। প্রতিদিনই অসংখ্য মানুষ এই বিধিনিষেধের মাঝেই তার সাথে সাক্ষাৎ করেন নানা অসুবিধা নিয়ে এবং তিনি কখনো সাধারণ মানুষকে সেবা থেকে বঞ্চিত করেননি। তবে দায়িত্ব পালনের এই ফাঁকেই ডিসি স্যার এবং তার দুই কণ্যা একজন ১ম শ্রেনী ও আরেকজন ৯ম শ্রেণীর শিক্ষার্থী যারা প্রায় একসাথে গত বুধবার জ¦র অনুভব করলে কোভিড-১৯ পরীক্ষা করালে তাদের ফলাফল পজিটিভ আসে। তিনি আরো জানান, স্যার সরকারি বাসভবনেই কণ্যাদ্বয়ের সাথে আইসোলেশনে আছেন।
এদিকে জেলা প্রশাসক জিয়াউল হকের স্বাস্থ্যের খোঁজখবর নিতে মুঠোফোনে তার সাথে যোগাযোগ করলে তিনি জানান, ২য় বার করোনা আক্রান্ত হলেও এইবার তার উপসর্গ বা জটিলতা তেমন একটা নেই। মোটামুটি সুস্থই আছেন বলে জানান তিনি। হোম আইসোলেশনে থেকে প্রয়োজনীয় চিকিৎসা তিনি নিচ্ছেন। তবে তিনি নিজের অসুস্থতার মাঝেও বারংবার জেলার সকলকে করোনা মহামারীর এই দু:সময়ে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানান। একই সাথে কন্যাদ্বয়সহ তার সুস্থতার জন্যে তিনি সকলের দোয়া কামনা করেছেন। উল্লেখ্য, এর আগে ২০২০ সালের ২ নভেম্বর বগুড়া জেলা প্রশাসক ১ম বার করোনায় আক্রান্ত হয়েছিলেন।

ষ্টাফ রিপোর্টার