আবারও তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস
পর পর দু’দিন হালকা থেকে মাঝারী বৃষ্টিপাতের কারণে পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। শনিবার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করলেও মেঘ কেটে আকাশ পরিস্কার হওয়ার সাথে সাথে পঞ্চগড়ে আবারও নেমেছে সর্বনিম্ন তাপমাত্রা। শনিবারের চেয়ে ৪ দশমিক রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। আবহাওয়া অফিসের ভাষায় যা মাঝারী শৈত্যপ্রবাহ। তবে আকাশে মেঘ ভেসে বেড়ালেও সকাল থেকে কড়া রোদে স্বস্তি ফিরেছে জনমনে।
তেঁতুলিয়া আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত শুক্রবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর বৃহস্পতিবার এখানকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকে ঝড়োবৃষ্টি এবং কনকনে শীতল হাওয়ার কারণে শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা নেমে দাড়ায় ১৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে। আর শুক্রবার বৃষ্টিপাত হয় ১৬ মিলিমিটার। শনিবার সকাল থেকে বৃষ্টিপাত হওয়ায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা আরও কিছুটা নেমে রেকর্ড করা হয় ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর বৃষ্টিপাত হয় ১৫ মিলিমিটার। পর পর দু’দিনের বৃষ্টিতে চরম দূর্ভোগে পড়ে মানুষজন। এ অবস্থার পরিত্রান হয় গতকাল রোববার। শনিবার বিকেলে সূর্যের মূখ দেখা যাওয়ার পর থেকে পরিস্কার হতে থাকে আকাশ। সন্ধ্যার পর থেকেই শুরু হয় ঘন কুয়াশা। মধ্যরাতের পর ঘন কুয়াশা ঝড়তে থাকে বৃষ্টির মত। অনেকের মতে চলতি শীত মৌসূমে শনিবার রাতের মত এত ভারী কুয়াশা পড়েনি। ঘন কুয়াশা কেটে গতকাল রোববার সকালেই দেখা মেলে সূর্যের। এরপর সারাদিনই কড়া রোদ অব্যাহত থাকায় জনমনে স্বস্তি ফিরে আসে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ জানান, রোববার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন ৬ দশমিক ৯ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। তিনি আরও জানান, মধ্য ফেব্রুয়ারি পর্যন্ত মাঝারী থেকে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এরপর দিন বড় এবং আকাশে মেঘ কেটে গেলে সূর্যের কড়া রোদে দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পেয়ে ইতি টানতে শুরু করবে শীত মৌসূম।

পঞ্চগড় প্রতিনিধি