শিবগঞ্জে নবাগত ওসির যোগদান
বগুড়ার শিবগঞ্জ থানা নবাগত অফিসার ইনচার্জ দীপক কুমার দাস (বিপিএম) ২ ফেব্রুয়ারী শিবগঞ্জ থানায় যোগদান করেছেন। তিনি বগুড়া পুলিশ সুপারের কার্যালয়ে অপরাধ শাখায় পুলিশ পরিদর্শক হিসাবে দায়িত্ব পালন করেছেন। ইতিপূর্বে তিনি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় অফিসার ইনচার্জ হিসাবে কর্মরত ছিলেন। শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম গত ১১ মাস পূর্বে থানায় যোগদান করেন। তিনি গাবতলী মডেল থানায় বদলী হওয়ায় তার স্থলাভিশক্ত হলেন।
অপর দিকে শনিবার শিবগঞ্জ প্রেস ক্লাবে ভোরের দর্পন প্রতিনিধি আব্দুর রউফ রুবেলের সভাপতিত্বে মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) হাসমত উল্লাহ, আমাদের সময়ের প্রতিনিধি প্রদীপ মোহন্ত, যায়যায় দিন প্রতিনিধি সোহেল আক্তার মিঠু, দৈনিক বগুড়া প্রতিনিধি বজলুর রহমান, ভোরের কাগজ প্রতিনিধি পবন কুমার রায়, উত্তরের দর্পন প্রতিনিধি সোহেল রানা মিন্টু, মুক্ত সকাল সাজু মিয়া, এস.আই বীরঙ্গ রুম্মান প্রমুখ। মত বিনিময় সভায় তিনি শিবগঞ্জ উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বিক সহযোগিতা কামনা করেন।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি ঃ