অসহায়দের ক্লেশ মোচনে সবাইকে মানবিক হতে হবে:লিটন
বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন বলেছেন, অসহায়দের ক্লেশ মোচনে সবাইকে মানবিক হতে হবে। সারাদেশে কনকনে হাঁড় কাপানো শীতে অসহায় মানুষেরা তীব্র কষ্ট পাচ্ছে। এ কষ্ট নিবারণে হঠাৎ ক্ষ্যাপা সংস্থা শীতবস্ত্র বিতরণের আয়োজন করেছে এটি অবশ্যই মহৎ ও প্রশংসার দাবি রাখে। এ দেশকে ঘিরে নিত্য দিনে স্বপ্নে বিভোর থাকবো আমরা অসহায় মানুষের কল্যাণে।
আমাদের সভ্যতা ও সংস্কৃতি জুড়ে অসহায়দের পাশে দাঁড়ানো এটি হবে মুলমন্ত্র। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছোট বেলা হতে বড় বেলা পর্যন্ত অসংখ্য অসহায় মানুষের পাশে দাঁড়ানোর দৃষ্টান্ত রেখে গেছেন। তারই উত্তরসূরি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দুস্থদের কর্মসংস্থান সৃষ্টির মধ্য দিয়ে আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গোটা দুনিয়া জুড়ে পরিচিতি ঘটিয়েছেন।
তিনি আরো বলেন, বাঙালি জাতির সমৃদ্ধশালী ইতিহাসে আপনাদেরও থাকবে অংশিদারিত্ব। আপনারা সমাজের বোঝা নন, সম্পদ, অবহেলার পাত্র নন, আপনাদের কাছে আমরা সকলেই দায়বদ্ধ। আমাদের প্রত্যেককেরই দায় দায়িত্ব কর্তব্যই হচ্ছে সমাজের অবহেলিত মানুষদেরকে মুল্যায়ন করা।
লায়ন্স ক্লাব অব বগুড়া মহাস্থানের ডিরেক্টর এবং সবুজ স্বপ্ন ফাউন্ডেশন ও ওয়ার্ল্ডভিউ বিল্ডার্স লিমিটেডের চেয়ারম্যান লায়ন খায়রুল আলম লাখিনের সভাপতিত্বে গতকাল বগুড়া শহরের দত্তবাড়ি শরসতী পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সিজু, মাইসুল তোফায়েল কোয়েল, রহমাতুল ইসলাম মনির, সুজিত কুমার দাস।
সংস্থার সভাপতি নয়ন অধিকারির আয়োজনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আখতার উল আলম শাহিন, ছাত্রলীগ নেতা দীপ্ত কুমার রজক, তন্ময় শেখ, তন্ময় কুমার সাহা, শাহারিয়ার সৈকত, লিও শোভন, শোভন সাহা, স্বরুপ কুন্ডুসহ প্রমুখ।
সবুজ স্বপ্ন ফাউন্ডেশন ও ওয়ার্ল্ডভিউ বিল্ডার্স লিমিটেডের সহযোগিতায় শতাধিক অসহায় দুস্থ নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি