বগুড়ায় জবাবদিহি পত্রিকার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বগুড়ায় জবাবদিহি পত্রিকার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কর্তন পালন করা হয়।
জবাবদিহি পত্রিকা বগুড়া জেলার প্রতিনিধি এস এম দৌলত এর সভাপতিত্বে, জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী বেলা ৩ টায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মির্জা সেলিম রেজা সভাপতি বগুড়া সাংবাদিক ইউনিয়ন ও দৈনিক মুক্ত বার্তার সহযোগী সম্পাদক, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কামরুল মোরশেদ আপেল আহবায়ক জাতীয় শ্রমিক লীগ বগুড়া জেলা শাখা, রাকিব উদ্দিন প্রাং সিজার সদস্য সচিব জাতীয় শ্রমিক লীগ বগুড়া জেলা শাখা, আবুল কালাম আজাদ সভাপতি শাহজাহানপুর প্রেসক্লাব ও জেলা প্রতিনিধি একুশে টেলিভিশন, নজরুল ইসলাম মিলন সাধারণ সম্পাদক শাহজাহানপুর প্রেসক্লাব ও জেলা প্রতিনিধি চ্যানেল এস টিভি, শাজাহান ইসলাম বাবু বগুড়া জেলা প্রতিনিধি ৭১ টেলিভিশন, জিয়া কালের কণ্ঠ উপজেলা প্রতিনিধি শাজাহানপুর বগুড়া, জাকারিয়া শুক্র টিভি, শ্রী পবিত্র কুমার দাস মাই টিভির ক্যামেরাম্যান ও বার্তা সম্পাদক ভোরের সকাল, মুক্তার শেখ আর টিভির ক্যামেরাম্যান, আব্দুল আকিম স্টাফ রিপোর্টার ভোরের সকাল, এরশাদ হোসেন স্টাফ রিপোর্টার দৈনিক মুক্ত বার্তা, রকি একুশে টিভির ক্যামেরাম্যান,মনিরুজ্জামান মনির দৈনিক দুরন্ত সংবাদ ও সাধারণ সম্পাদক ধনুট পুরাতন প্রেস ক্লাব, আলম তালুকদার সহ আরো সাংবাদিক নেএী বৃন্দ উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক