শিবগঞ্জে সরকারি সড়ক দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার ধাওয়াগীর কৃষ্টপুর গ্রামের এলজিইডি’র সড়ক দখল করে বাড়ি নির্মাণ করায় সাধারণ জনগণের চলাচলের ভোগান্তি সৃষ্টি হওয়ায় বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের ধাওয়াগীর কৃষ্টপুর গ্রামের আব্দুল বারী বাচ্চু’র ছেলে একরামুল হক ও এনামুল হক ধাওয়াগীর কৃষ্টপুর গ্রামে জন সাধারণের যাতায়াতের একমাত্র স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্মাণাধীন (এলজিইডি) সরকারি সড়কটি জোরপূর্বক দখল করে বাড়ী নির্মাণ করেছে। এর ফলে ওই এলাকার সাধারণ মানুষের চলাচলের চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীদের পক্ষে ধাওয়াগীর গ্রামের হেলাল উদ্দিন উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন।
সরেজমিনে ঘটনাস্থলে গেলে কৃষ্টপুর গ্রামের বৃদ্ধ আজিজার রহমান বলেন, আমরা দীর্ঘদিন যাবৎ এ সড়ক দিয়ে যাতায়াত করে আসছি। হঠাৎ করে বাচ্চুর ছেলেরা সরকারি নক্সাকৃত সড়কটিতে জোরপূর্বক বাড়ি নির্মাণ করার কারণে বর্তমানে আমাদের চলাচলে ব্যাপক ভুগান্তির সৃষ্টি হয়েছে।
একই গ্রামের হেলাল উদ্দিন বলেন, সড়কটি ইউনিয়ন পরিষদের আওতায় সরকারি সড়ক হিসাবে আমরা দীর্ঘদিন যাবৎ চলাচল করে আসছি। বাড়ি নির্মাণ করায় সড়কটি সরু হয়ে যাওয়ায় যান বাহন চলাচলের বিঘ্ন সৃষ্টি হওয়ায় আমাদের উৎপাদিত কৃষিপণ্য হাট বাজারে বেচা কেনা করা সহ স্থানীয় ভাবে পথচারীদের ব্যাপক অসুবিধা সৃষ্টি হয়েছে।
এব্যাপারে উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম বলেন, এ সড়কটি এল.জি.ই ডি আওতায়। অচিরেই পাকা করনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কিছুদিনের মধ্যেই নির্মাণ কাজ শুরুর ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা হবে। এ ব্যাপারে শিবগঞ্জ ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শহীদ বলেন, কয়েক দফা গ্রাম্য শালিস, বৈঠক হয়েছে, বাড়ি নির্মাণ করতে নিষেধ করা হলেও তারা এলাকার প্রভাবশালী হওয়ায় তড়িঘড়ি করে আবারও বাড়ি নির্মাণ করেছে।
এ ব্যাপারে অভিযুক্ত এনামুল এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, রাস্তার জায়গা রেখে আমার জায়গাই বাড়ি নির্মাণ করেছি। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা বলেন, অবৈধ ভাবে সড়কের জায়গায় দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ