বগুড়ায় ভবনের রেলিং ভেঙ্গে নিচে সড়কে পড়ায় পারুল নামে এক গৃহকর্মী নিহত
বগুড়া শহরের নামাজগড় এলাকায় ছয়তলা একটি ভবনের ছাদ থেকে ইটের তৈরি রেলিং (প্রাচীর) ভেঙ্গে নিচে সড়কে পড়ায় পারুল (৪০) নামে এক গৃহকর্মী নিহত হয়েছেন।
আজ সোমবার সন্ধ্যা সোয় ৬টার দিকে এই ঘটনা ঘটে। নিহত পারুল ওই ভবনের একটি ফ্ল্যাটের গৃহকর্মী ছিলেন। ঘটনার পর পরই এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল হালিম জানান, পারুল নামে ওই গৃহকর্মী ভবনটির একটি ফ্ল্যাটে বসবাসরত কয়েকজন ব্যাংক কর্মকর্তার জন্য রান্না করে দিতেন। সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে রান্না শেষে তিনি ভবন থেকে নেমে সড়কে ওঠার পরই ছয় তলা থেকে ইটের তৈরি রেলিং (প্রাচীর) ভেঙ্গে তার মাথার ওপর পড়ে। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার বাড়ি শহরের গোয়ালগাড়ি এলাকায়। দুর্ঘটনার পর ভবন মালিককে পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আরো জানান, ভবনটির ছাদের ওপর ভেঙ্গে যাওয়া রেলিংয়ের অবশিষ্ট অংশ যে কোন সময় ভেঙ্গে পড়তে পারে। সেটি অপসারণ করা জরুরী।

ষ্টাফ রিপোর্টার