বিপদে মানুষের পাশে দাঁড়ানোই হোক আমাদের রাজনীতি: শফিক
মঙ্গলবার দুপুরে বগুড়া পৌর এলাকার ২নং ও ১৮নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে সরকারি আজিজুল হক কলেজ (পুরাতন ভবন) প্রাঙ্গণে ৫ শতাধিক অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক। প্রধান অতিথির বক্তব্যে সাখাওয়াত হোসেন শফিক বলেন, বিপদে মানুষের পাশে দাঁড়ানোই হোক আমাদের রাজনীতি।
মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। বিগত ১৩ বছর এদেশে উন্নয়নের জোয়ার বইছে। বিগত দিনে যারা ক্ষমতায় ছিল তারা লুটপাটের রাজত্ব কায়েম করে করেছিল। আর বঙ্গবন্ধু কন্যা জীবন বাজি রেখে এদেশের মানুষের ভাগ্যোন্নয়নে দিনরাত শ্রম দিয়ে যাচ্ছেন। সারাদেশে উন্নয়ন হচ্ছে সমানতালে। কিন্তু বগুড়ায় উন্নয়নে যোগ্য ব্যক্তিকে প্রতিনিধি করতে হবে। কোন ভাড়াটিয়া ব্যক্তিকে আর সুযোগ দেয়া যাবে না। বগুড়াকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ মুক্ত করে গড়ে তুলতে হবে। আমাদের সকলকে অসাম্প্রদায়িক চেতনায় এগিয়ে যেতে হবে। মহান মুক্তিযুদ্ধে হিন্দু, বৌদ্ধ, মুসলমান সকল ধর্মের মানুষ একহয়ে এদেশকে স্বাধীন করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। তেমনি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন সারাবিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। কেউ আর বলতে পারেনা তলাবিহীন ঝুড়ি। সবাই এখন বাহবা দেয় শেখ হাসিনার নেতৃত্বকে। সময়ের সাথে আমাদের সকলকে উন্নয়নে অংশীদার হতে হবে। অংশীদার হতে শেখ হাসিনা মনোনীত নিজ এলাকার সন্তানকে প্রতিনিধিত্ব করার সুযোগ দিতে হবে। তাহলে নিজেদের এলাকার সকল উন্নয়ন আদায় করা সম্ভব হবে। বগুড়ায় গড়ে উঠবে বিশ্ববিদ্যালয়, চালু হবে বিমানবন্দর, অর্থনৈতিক অঞ্চল। দূর হবে বেকারত্ব। সমাজ গড়ে উঠবে সুখী সমৃদ্ধ। তাই আর ভুল করার সুযোগ নেই। বগুড়াকে নিরাপদ ও উন্নত জীবনযাত্রার শহর হিসেবে গড়ে তুলতে হবে। আমাদের সকলকে উন্নয়নের রাজনীতির সাথে সম্পৃক্ত হতে হবে। আর উন্নয়নের রাজনীতি করে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামীলীগ। শেখ হাসিনা তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে সারাদেশে সকল ক্ষেত্রে উন্নয়ন করে যাচ্ছেন। আগামীতেও যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করে উন্নয়নের জোয়ার বইবে এই বগুড়ার প্রতিটি ঘরে ঘরে।
২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামরুল হাসান জুয়েলের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য আলতাফুর রহমান মাসুক, আবু সেলিম, এমএ বাসেত, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি মনিরুজ্জামান মনির। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগ নেতা মাহমুদুন্নবী রাসেল, ১৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি টিপু সুলতান, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজমিলুর রহমান স্বাধীন, প্রচার সম্পাদক নজরুল ইসলাম জুয়েল, ১৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম অরুণ, মাহফুজুর রহমান, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব নওশাদুর রহমান নিশান মন্ডল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগ নেতা সুপান্থ মল্লিক, জেলা যুবলীগ নেতা আরিফুল ইসলাম, সাব্বির আহমেদ স্মরণ, শাহরিয়ার সৈকত, সাবেক ছাত্রনেতা জোবাইদুল ইসলাম আসাদ, শহর যুবলীগের সহ সভাপতি হাবিবুর রহমান হাবিব, আব্দুর রশিদ, রিমেন বাবু, পৌর শ্রমিকলীগ নেতা নাহিরুল ইসলাম, ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদ তোহা, সেভিট মন্ডল, কাওসার আহমেদ জয়, রবিন রহমান, সিজান খলিফা, সৌরভ, ফারদিন, জোহা, রাকিব, সানজু, মিথুন প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি