শিবগঞ্জে ফাজিল স্নাতক পরীক্ষা অনুষ্ঠিত
বগুড়ার শিবগঞ্জ উপজেলার ৫টি মাদ্রাসায় সরকারি নির্দেশনা মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে বাধ্যতামূলক মাস্ক পরিধান করে ফাজিল স্নাতক পরীক্ষা-২০২০ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার শিবগঞ্জ ফাজিল ডিগ্রী মাদ্রাসা কেন্দ্রে প্রথম দিনে ১০টা থেকে ১টা পর্যন্ত উলুমুল অ্যারাবিয়া ওয়াশ শরীয়াহ বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যক্ষ্য মাহবুবে রফিক জানান, মোট পরীক্ষার্থী ১২৭ জন, উপস্থিত শিক্ষার্থী ১২০ জন, অনুপস্থিত ৭ জন। বহিষ্কার নাই।
কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস শাকুর। তিনি শান্তিপূর্ণ ভাবে নকল মুক্ত পরিবেশে সরকারি নির্দেশনা মেনে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি