জয় বাংলা হেল্প ডেস্ক পরিদর্শন করেন বিডিইউ উপাচার্য
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (বিডিইউ) এর ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের যেকোনো প্রকার তথ্য সহায়তা, দিকনির্দেশনা ও সহযোগিতার জন্য " জয় বাংলা হেল্প ডেস্ক " সরেজমিনে পরিদর্শন করেন বিডিইউ উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর।
ছাত্রলীগের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, ছাত্রলীগ এভাবেই সবসময় বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবে। বিভিন্ন ধরনের সেবা নিয়ে তাদের পাশে থাকার চেষ্টা করছে তারা। তাদের সেবার মধ্যে উল্লেখযোগ্য হলো- হেল্প ডেস্ক থেকে ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য সরবরাহ, ভর্তি কার্যক্রমে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বাত্নক সহোযোগিতা করা, স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনকরণ, দূর-দূরান্ত থেকে আগত শিক্ষার্থী-অভিভাবকদের আবাসন সুবিধা প্রদান, বিশ্রামের ব্যবস্থা , সুপেয় খাবার পানির ব্যবস্থা, মাস্ক প্রদান সহ শিক্ষার্থীদের যে কোনো সাহায্য- সহযোগিতা প্রদান।
এ সময় হেল্প ডেস্কে থাকা ছাত্রলীগের কর্মীরা বলেন, বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের যাতে কোনো ধরনের সমস্যায় না পড়তে হয়, সে জন্য সহযোগিতা করতে হেল্প ডেস্ক বসিয়েছেন তারা। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। তাদের এই সেবা ভর্তি কার্যক্রম যত দিন চলবে ততদিন অব্যাহত থাকবে বলে জানা গেছে। এদিকে অনেক শিক্ষার্থী ও অভিভাবক ছাত্রলীগের সহযোগিতা পেয়ে খুশি হয়েছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

প্রেস বিজ্ঞপ্তি